
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২৪৩টি আসনের মধ্যে ২৩৮টিতে লড়েও জন সুরাজ পার্টি একটিও জয় পায়নি। এই ফলাফলের পর পার্টির প্রধান প্রশান্ত কিশোর দাবি করেছেন, তিনি মনে করেন বিহারের নির্বাচনে ছলনা হয়েছে। যদিও তাঁর কাছে সাক্ষ্যপ্রমাণ নেই, তবুও তিনি বলেছেন যে, ‘নিশ্চয়ই কিছু রহস্য রয়েছে’। জন সুরাজ পার্টি আসলে নির্বাচনে উজ্জ্বল সাফল্যের প্রত্যাশা করেছিল, কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই বিপর্যয়ের জন্য পিকে নিজে থেকেই সমস্ত দায় স্বীকার করে নিয়েছেন। এর প্রেক্ষিতেই তিনি দলের রাজ্যস্তর থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত সকল সাংগঠনিক কমিটি বাতিল করে দিয়েছেন। তবে, জন সুরাজ পার্টি স্পষ্ট জানিয়েছে যে তারা রাজনীতি ছেড়ে দিচ্ছে না। তারা বিহারের মানুষের কল্যাণে কাজ অব্যাহত রাখবে এবং লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি জন সুরাজ পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।এদিন পিকে দাবি করেন, জন সুরাজ যাত্রার সময় জনগণের প্রতিক্রিয়া, প্রচারের শক্তি, ময়দানে থাকা, কিছুই ভোট-ফলাফলের সঙ্গে মেলেনি। তাঁর কথায়, “অপরাজেয় কিছু শক্তি কাজ করেছে। যেসব দলকে লোক চিনত না, তারা লক্ষ লক্ষ ভোট পেল!” ইভিএম কারচুপির অভিযোগ তুলতে অনেকে চাপ দিলেও পিকে বলেন, “হারলে লোকেরা এসব বলে। প্রমাণ নেই। কিন্তু অনেক হিসেব মিলছে না। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, কিছু একটা বেইমানি হয়েছে।” তিনি মনে করেন, ভোটের আগে হাজার হাজার মহিলাকে ‘টাকা বিলি’ করেছে এনডিএ শিবির। তাঁর কথায়, “ভোট ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত মেয়েদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
বলা হয়েছে, এনডিএকে ভোট দিলে দু’লক্ষ টাকা পর্যন্ত পাবেন। এটা ছিল প্রথম কিস্তি!” তাঁর দাবি, “দেশে কোনও সরকারকে আমি এমনভাবে ৫০ হাজার মহিলার হাতে নগদ বিলি করতে দেখিনি।” ভোটে ভরাডুবির নিয়ে প্রশান্তের ব্যাখ্যা, “শেষ দফার দিকে অনেকেই ভেবেছেন আমরা জিতব না। তাঁরা ভয় পেয়েছেন। আমাদের ভোট দিলে নাকি লালুর রাজ ফিরে আসতে পারে। সেই ভয়েই অনেক ভোট সরে গিয়েছে।” সমালোচকদের বিঁধে পিকে বলেন, “যারা আজ আমার শেষ দেখছেন, তারাই অতীতে হাততালি দিয়েছে। আমি যদি সফল হই, আবার হাততালি দেবে। যারা সমালোচনা করছে, তারাই আমার বিষয়ে সবচেয়ে কৌতূহলী। তার মানে আমি এখনই শেষ হয়ে যাইনি, ‘অভি কাহানি বাকি হ্যায়’।”
শনিবার রাতে জেএসপি-র রাজ্য সভাপতি মনোজ ভারতীর নেতৃত্বে পাটনায় দলের জাতীয় কাউন্সিলের বৈঠক হয়। ওই বৈঠকে হাজির ছিলেন পিকেও। সেখানেই দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন সুরাজ পার্টির মুখপাত্র সৈয়দ মসিহ উদ্দিন একটি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান। কী কারণে দলের পঞ্চায়েত থেকে রাজ্য স্তরের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে তাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই জানানো হয়েছে, আগামী দেড় মাসের মধ্যে দলের নতুন কমিটি গঠন করবে জন সুরাজ পার্টি। পঞ্চায়েত স্তর থেকে রাজ্য স্তরে নতুন করে সক্রিয় এবং কার্যকর কমিটি গঠন করা হবে।
এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দলের ১২ জন প্রবীণ নেতাকে। সেই সঙ্গেই কেন বিহারে এই পরাজয় হয়েছে, তার কারণও খুঁজে দেখবেন ওই নেতারা। এরই সঙ্গেই কেনই বা সেখানকার মানুষ তাদের আবেদনে সাড়া দেননি তার কারণ খোঁজার কাজও দেওয়া হয়েছে ওই নেতাদের। সেই কারণগুলি চিহ্নিত করে দলের মধ্যে আলোচনা করা হবে। যদি কোনও নেতা দলীয় শৃঙ্খলাভঙ্গ বা বিশ্বাসঘাতকতার মতো কাজ করে থাকেন, তবে তাঁদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
