
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নথি বা কাগজপত্র যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর শুধুমাত্র বাংলা ও ইংরেজি বিষয় থেকেই ১০৬ জন চাকরিপ্রার্থীর নাম বাদ পড়েছে। এসএসসি (School Service Commission) লিখিত পরীক্ষার পরবর্তী পর্যায়ে গত ১৮ নভেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য আবেদনকারী পরীক্ষার্থীদের নথি পরীক্ষা করেছিল। সেই যাচাই পর্বেই প্রায় সাড়ে ৩০০ জন প্রার্থীর প্রদত্ত তথ্যে অসঙ্গতি ধরা পড়ে। রবিবার রাতে স্কুল সার্ভিস কমিশন একটি তালিকা প্রকাশ করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কোন কোন প্রার্থীর নাম তালিকা থেকে কাটা হয়েছে। একই সঙ্গে, কেন তাঁদের নাম বাতিল করা হলো, সেই কারণটিও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে।
এসএসসি প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলায় ৩৩ জন এবং ইংরেজি বিষয়ে ৭৩ জন প্রার্থীর নাম বাদ পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শিক্ষকতার অভিজ্ঞতা দেখাতে গিয়ে যে তথ্য আপলোড তাঁরা করেছিলেন, তাতে ভুল ছিল। অনেকেই অভিজ্ঞতার শংসাপত্র দেখাতে পারেনি ভেরিফিকেশনের সময়। দেয় তথ্যের ভিত্তিতে প্রাথমিক ভাবে তাঁদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া হলেও নথি যাচাইয়ের পর সেই নম্বর কাটা হয়। তার ফলেই ‘কাট অফ মার্কস’ পর্যন্ত তাঁরা পৌঁছোতে পারেননি।