Entertainment

1 hour ago

Celina Jaitly: ৪৪৩ দিন ধরে ভাইকে দেখা হয়নি, আতঙ্কের মুহূর্ত শেয়ার সেলিনা জেটলির!

Celina Jaitly &  Vikrant Kumar Jaitly
Celina Jaitly & Vikrant Kumar Jaitly

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ৪৪৩ দিন ধরে প্রাণের চেয়ে প্রিয় ভাই তাঁর সঙ্গে নেই। বর্তমানে ভাই আরব আমিরাতের জেলে বন্দি। মুক্তির দাবিতে দাঁতে দাঁত চেপে লড়ছেন অভিনেত্রী সেলিনা জেটলি, ইতিমধ্যে তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে সমস্যা এখনও একই তিমিরে — ভাইকে ছাড়া সময় কাটানো যেন অসম্ভব। এই আবেগঘন অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অভিনেত্রী। 

ইনস্টাগ্রামে তিনি লেখেন, “যুদ্ধক্ষেত্র থেকে জেল, একজন ভারতীয় সেনা না বলা যন্ত্রণা। মোট ৪৪৩ দিন ভাইকে ছাড়া। ১ বছর ২ মাস ১৭ দিন, মোট ৪৪৩ দিন, ১০ হাজার ৬৩২ ঘণ্টা, ৬ লক্ষ ৩৭ হাজার ৯২০ মিনিট আমার ভাই কাছে নেই। যেদিন থেকে ও জেলবন্দি জানতে পেরেছি, সেদিন থেকে আমার জীবন যেন ভয়, আশা এবং অসহ্য নীরবতার কাউন্টডাউন। আমি ওর গলার স্বর শোনার অপেক্ষায়। মুখ দেখার অপেক্ষায়।” তিনি আরও লেখেন, “আমি ভয় পাচ্ছি কারণ, আটকের সময় ও অসুস্থ ছিল। যখন শেষবার ফোনে কথা হয়, ও কী বলেছিল আমি জানি তাই ভয় পাচ্ছি। ওই নম্বরে একটি ফোন করলে উত্তরের চেয়ে বেশি প্রশ্ন জাগে। প্রতি মুহূর্ত ভয়ে ভরা।” সেলিনার এই পোস্ট দেখে চোখে জল নেটপাড়ার। 

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে অভিনেত্রী সেলিনা জেটলির ভাই বিক্রান্ত কুমার জেটলি নিরাপত্তার কারণে আরব আমিরাতের জেলে গ্রেপ্তার হন। এরপর প্রায় চোদ্দ মাস পার হয়ে গেছে। ভাইয়ের মুক্তির জন্য লড়াই চালাচ্ছেন সেলিনা, আইনি পথে পদক্ষেপও নিয়েছেন। গত সোমবার দিল্লি হাই কোর্টে তার আবেদনের শুনানি হয়। অভিনেত্রী দাবি করেছেন, বিদেশে ভারতীয় সেনাদের বিশেষভাবে টার্গেট করা হয়। তিনি অভিযোগ করেছেন, পরিবারকে ভাই সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়নি এবং গত বছর থেকে ভাইয়ের স্বাস্থ্যের খোঁজও যথাযথভাবে জানা যায়নি। সেলিনা অনুরোধ করেছেন, দেশের জন্য কাজ করা ব্যক্তিদের জীবন সংকটমুক্ত রাখতে সরকার এই বিষয়টি নিশ্চিত করুক। শুনানিতে দিল্লি হাই কোর্ট বিদেশমন্ত্রককে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি অভিনেত্রীর পরিবার ও আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। তবে এখনও একই অবস্থায় রয়েছেন অভিনেত্রীর ভাই। 

You might also like!