
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া আজ প্রায় সকলের জন্যই কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তারকারা বিশেষভাবে আরও বেশি সক্রিয় থাকেন, এবং তাদের জীবনের আপডেট অনুরাগীরা খুঁজে পান মুহূর্তের মধ্যে। কিন্তু ঠিক সেই সময়ই নিন্দুকরা এই আপডেট নিয়ে কুমন্তব্য করতে ব্যস্ত হয়ে ওঠেন। প্রতিদিনই তারকারা কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন। বহু তারকা এই পরিস্থিতিতে সরব হলেও তাতে কোনো ফল হয়নি। এবার সেই সমালোচকদের বিরুদ্ধে সরব হয়ে গর্জে উঠলেন ‘মহারানি’ হুমা কুরেশি।
তাঁর কথায়, “সোশাল মিডিয়ায় কেউ কেউ বিকিনি পরা ছবি পোস্ট করার মন্তব্য করেন। আবার পোস্ট করলে লেখেন, কী করছেন এসব? এগুলো যেমন বিরক্তিকর, তেমনই দুঃখজনক। আমার মতে মহিলাদের রাস্তাঘাটে কুমন্তব্য করলে যেমন শাস্তি দেওয়া হয়, সোশাল মিডিয়ার ক্ষেত্রে একই শাস্তি হওয়া উচিত। কোনও তফাৎ থাকাই উচিত নয়। আপনি আমার মেসেজে অশ্লীল ছবি, কুমন্তব্য করলে আপনারও শাস্তি পাওয়া উচিত। আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই, মহিলারা কী পরে বাইরে বেরচ্ছেন, তাঁদের মেক আপ, তাঁদের জীবনশৈলী, তাঁদের কাজ, রাতে কখন বাড়ি ফিরছেন- এসব নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন।” হুমার এই মন্তব্যকে সমর্থন করেছেন প্রায় বেশিরভাগ মহিলা। পুরুষমহলেও অবশ্য এই মন্তব্যের সমর্থনকারীর সংখ্যা মোটেও কম নয়। সত্যিই তো যেকোনভাবেই শ্লীলতাহানি অত্যন্ত নিন্দনীয় কাজ। তাই যারা এই কাজ করে তাদের কড়া শাস্তি পাওয়া উচিত বলেই মনে করেন নেটিজেনরা।
বলে রাখা ভালো, বর্তমানে হুমার কেরিয়ার বেশ তুঙ্গে। ‘দিল্লি ক্রাইম ৩’ এবং ‘মহারানি ৪’ সিরিজে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। আরব সাগরের আশেপাশে হালকা হাওয়ায় নাকি তাঁর প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। বি-টাউনের কেউ কেউ বলছেন, ‘মহারানি’র মন নাকি আর তাঁর কাছে নেই। সে মন চুরি করেছেন রচিত। বলিউডের অ্যাক্টিং কোচ রচিত সিং। জানা গিয়েছে, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল থেকে অনুষ্কা শর্মা, সইফ আলি খানের মতো তাবড় তারকাদের অভিনয় প্রশিক্ষণ দিয়েছেন রচিত। রবিনা ট্যান্ডনের ‘কর্মা কলিং’ সিরিজেও অভিনয় করেছেন তিনি। গুঞ্জন উঠেছে, হুমা কুরেশি নাকি সেই অভিনেতা শিক্ষক রচিতের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন। প্রিয় বন্ধু সোনাক্ষী-জাহিরের বিয়ের রিসেপশনে হুমা রচিতের সঙ্গে রংমেলানো পোশাকে উপস্থিত ছিলেন, যা পাপারাজ্জিদের ক্যামেরার চোখে পড়েছে। অনেকে বলছেন, তাদের আংটিও বদলেছে, যদিও হুমা বা রচিত কেউই সেই বিষয়টি নিশ্চিত করেননি। সম্প্রতি হিমেশ রেশমিয়ার কনসার্টে রচিতের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে হুমাকে। সেখানে হুমাকে রচিতের কপালে চুম্বন করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই দিনটির ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, যেন দু’জনে একে অপরের প্রেমে মগ্ন। আর তাই এই সম্পর্ক নিয়েই চলছে তীব্র চর্চা।
