Country

1 hour ago

Delhi AQI: দূষণ সূচক ৩৫০-এর ওপরেই, মঙ্গলেও ‘অস্বাস্থ্যকর’ দিল্লির বাতাস

Delhi Air Quality Remains Very Poor
Delhi Air Quality Remains Very Poor

 

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : এখনও সন্তোষজনক নয় দিল্লির বাতাসের গুণগতমান। বিগত দিনগুলির মতো মঙ্গলবার সকালেও ধোঁয়াশার চাদরে মুড়ে ছিল রাজধানী। বাতাসের মান এখনও ‘অস্বাস্থ্যকর’। মঙ্গলবার সকালে দিল্লির কোথাও এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ৩৮১। আবার কোথাও ৩৬৫ এবং ৩৪৫।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, রাজধানীর ৩৯টি বায়ুর মান পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ছ’টিতে একিউআই ছিল অস্বাস্থ্যকর পর্যায়ে। দিল্লির অক্ষরধাম ও আনন্দ বিহার এলাকায় একিউআই ছিল ৩৮১, আবার গাজীপুরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ৩৪৫।

You might also like!