International

1 hour ago

Arunachal is part of China: ‘অরুণাচল চিনের’! সাংহাই বিমানবন্দরে ভারতীয় তরুণীর সেরা ৫ চরম ‘হেনস্তা’র অভিযোগ

Indian Passenger Claims Harassment at Shanghai Airport
Indian Passenger Claims Harassment at Shanghai Airport

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘদিন ধরেই চিন দাবি করে আসছে যে অরুণাচল প্রদেশ ভারতের ভূখণ্ড নয়, সেটি তাদের নিজস্ব এলাকা। এই বিতর্কিত যুক্তিকে কাজে লাগিয়েই সাংহাইয়ের বিমানবন্দর কর্তৃপক্ষ এক ভারতীয় তরুণীর ওপর অমানবিক ব্যবহার করেছে। জানা যায়, ওই তরুণীকে সেখানে অনেকক্ষণ ধরে আটকে রাখা হয়। শুধু তাই নয়, বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর বৈধ পাসপোর্টটিকেও বাতিল বলে ঘোষণা করার চেষ্টা করে। এই দুর্ব্যবহারের শিকার হওয়ার পর তরুণীটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে ওই তরুণীর নাম পেমা ওয়াংজাম থংডোক। গত শুক্রবার তিনি লন্ডন থেকে জাপানগামী বিমান ধরেছিলেন পেমা। অরুণাচল প্রদেশে জন্মগ্রহণকারী পেমা বর্তমানে ব্রিটেনের বাসিন্দা। কিন্তু তিনি ভারতের নাগরিক। ভারতীয় পাসপোর্ট নিয়েই জাপানগামী বিমান ধরেছিলেন পেমা। পথে তিন ঘণ্টার জন্য সাংহাইয়ের পুদং এয়ারপোর্টে থামে তাঁর বিমান। সেসময়েই হেনস্তার শিকার পেমা।
অভিবাসন ডেস্ক থেকে পেমাকে বলা হয় যেহেতু পাসপোর্টে জন্মস্থান হিসাবে অরুণাচল প্রদেশ লেখা রয়েছে, তাই এই ভারতীয় পাসপোর্ট বৈধ নয়। কারণ অরুণাচল প্রদেশ চিনের অংশ। পেমার পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে পেমাকে বিমানবন্দরে আটকে রাখা হয়। জাপানগামী বিমানে ওঠার অনুমতি তো দূর, বিমানবন্দরের মধ্যেও চলাফেরা করতে দেওয়া হয়নি পেমাকে। দেওয়া হয়নি খাবার-জল। সাংহাই থেকে অন্যত্র যাওয়ার টিকিটও কাটতে দেওয়া হয়নি।
শেষ পর্যন্ত কোনওমতে সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করে পেমা সাংহাই থেকে ফেরেন। নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে। পেমার অনুরোধ, এই বিষয়টি নিয়ে বেজিংয়ের আধিকারিকদের কাছে জবাব তলব করুক ভারত। শাস্তি হোক অভিবাসন কর্তাদের। এখনও পর্যন্ত এই ইস্যুতে ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, অরুণাচলকে দীর্ঘদিন নিজেদের অংশ বলে দাবি করে এসেছে চিন, ভারতের আপত্তি অগ্রাহ্য করে। এবার অরুণাচলের নাগরিকদেরও হেনস্তা শুরু করল চিন!

You might also like!