Entertainment

5 months ago

Mitin Masi:অবশেষে শুটিং শেষ হল 'মিতিন মাসি',রাতভোর শুটিং সেরে কী হাল হল কোয়েল মল্লিক-এর?

Mitin Masi
Mitin Masi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসছে মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি। আগেই ঘোষণা হয়েছিল ছবির নাম 'একটি খুনির সন্ধানে মিতিন'। সদ্যই শুটিং শেষ হল এই ছবির। ছবির নাম, 'একটি খুনির সন্ধানে মিতিন’। নাম ভূমিকায় কোয়েল তো থাকছেনই। পদ্মনাভ দাশগুপ্তের চিত্রনাট্য নিয়ে কাজ শেষ করলেন অরিন্দম শীল।

সুচিত্রা ভট্টাচার্যর 'মেঘের পরে মেঘ' উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে 'মিতিন মাসি' ফ্রেঞ্চাইসির তৃতীয় ছবি। শুধু গোয়েন্দা গল্প নয়, সম্পর্কের গল্প বলবে নতুন ছবি। তবে এবার প্রযোজনা সংস্থাও বদলাচ্ছে। কোয়েলের স্বামী নিসপাল সিং-এর প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর ব্যানারে আসতে চলেছে ‘একটি খুনির সন্ধানে মিতিন’।

ছবির শুটিং-এ অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাতে গুরুতর চোট পেয়েছিলেন কোয়েল।


You might also like!