দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে শো ম্যান সিপেরই রমরমা। হিন্দিতে যেমনটা বলে জো দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়।সেই রকমই আজকের সময়ে গোটা ফ্যাশান ওয়ার্ল্ড দাঁড়িয়ে রয়েছে ইনফ্লুয়েন্সারদের উপর নির্ভর করে। পোশাক থেকে শুরু করে রুপটান প্রতিটি ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার অক্লান্ত পরিশ্রম বড়ো শহর থেকে দেশে বিদেশের প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিচ্ছে ছোট থেকে ছোট সামগ্রী। শুধু তাই নয় নতুন প্রজন্ম ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করে আর্থিক ভাবেও সাবলম্বী হয়ে উঠছে।
ডিজিটালাইজেশনের জামানায় এখন মোবাইল ওন করলেই দেখতে পাওয়া যায় না না রিলস, যেখানে ইনফ্লুয়েন্সাররা না না প্রকার তথ্য আমাদের সাথে ভাগ করে নেন। এমনই একজন ইনফ্লুয়েন্সার হলেন নীল রানাউত। যদিও এটি তার পোশাকী নাম। নীলের আসল নাম সর্বজীৎ সরকার। নীল রংটি সর্বজীতের খুব প্রিয় সে কারনে তিনি ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করতে শুরু করলে এই নামটি নেন, আর যারা নীলের ফ্যান বা ফলোয়ার তারা সবাই জানে যে কঙ্গনা রানাউত তার প্রিয় অভিনেত্রী, সে কারনে নীল নামের সাথে রানাউত টি জুড়ে দিয়েছেন। বর্তমানে নীল মুম্বাইতে বসবাস করলে ও আদতে তার বাড়ি অসমের একটি ছোট্ট শহর তালিয়ামুড়াতে। সেখানেই তার বড় হওয়া ও বেড়ে ওঠা।
নীলের পথ চলা শুরু হয় টিকটক ভিডিয়ো দিয়ে। পরে নীল ইন্সটাগ্রামে ভিডিয়ো বানাতে শুরু করে। তবে শুরুতে নীলের পথ চলা খুব সহজ ছিল না। নিন্দুকরা নিন্দা করবেই , কিন্তু নীল তার লক্ষ্যে স্থির ছিল। নিজের কাজের প্রতি পুরোপুরি নিয়োজিত ছিলেন তিনি। ধীরে ধীরে নিলের কাজ সকলের কাছে সমাদৃত হতে শুরু করে।সাথে নোলের ফলোয়ারের সংখ্যা ও বাড়তে থাকে। বর্তমানে নীলের কাজ কঙ্গনা রানাউত থেকে শুরু করে বানিজ্য নগরীর নামজাদা ফ্যাশন ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার দ্বারা প্রশংসিত হয়েছে। শুধু তাই নয় সন্দীপ খোসলার সাথে নীল একই সঙ্গে কাজ করার সঙ্গে সঙ্গে কাজ শিখছে ও এবং তার জন্য র্যাপে ও হেঁটেছেন নীল।
নীল মূলত ইকো ফ্রেন্ডলি উপকরন দিয়ে তার স্টাইলিং করে থাকেন। যা সহজলোভ্য হবার পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি ও হয়ে থাকে। একটি ইউটিউব ভিডিয়ো তে নিজের কাজ সম্পর্কে বলতে গিয়ে নীল বলেন, তিনি সবসময় দেশজ ও সহজলোভ্য জিনিস দিয়ে নিজের স্টাইলিং করেছেন যা একেবারেই বাজেট ফ্রেন্ডলি। কেবল খরচে যে কম তাই নয় দেখতেই সুন্দর নীলের প্রতিটি আউটফিট, যা একে বারে আই সুদ্যিং ও ইউনিক ও বটে। এর আগে এমন ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে কেউ কাজ করেন নি। প্রসঙ্গত, এমন মেটেরিয়াল দিয়ে এই প্রথম নীল ই কাজ করছেন যা বাকিদের কাছে একটি নতুন স্টাইলিং স্টেটমেন্ট হয়ে উঠেছে।