Entertainment

1 year ago

Urmila Matondkar : ভারত জোড় যাত্রায় যোগ দিলেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর

Urmila Matondkar joined Bharat Jod Yatra
Urmila Matondkar joined Bharat Jod Yatra

 

জম্মু, ২৪ জানুয়ারি : মঙ্গলবার রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রায় যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী ও নেত্রী উর্মিলা মাতোন্ডকর। উর্মিলা মাতোন্ডকর একটি ভিডিও শেয়ার করে এই যাত্রার রাজনীতির চেয়ে সামাজিক তাত্পর্য বেশি বলেছেন। সামাজিক মূল্যবোধের কারণে এই যাত্রায় যোগ দিচ্ছি। এই যাত্রায় প্রচুর ভালবাসা, স্নেহ, বিশ্বাস এবং দেশাত্মকবোধ রয়েছে এবং এই প্রদীপ যেন সকলের মনে জ্বলতে থাকে। যাত্রায় যোগ দেওয়ার আগে এসব কথা বলেন তিনি।

জম্মুর সিদ্ধায় বন নিরাপত্তা বাহিনী গ্রাউন্ডে রাতের বিশ্রামের পর মঙ্গলবার সকালে শিতলি (নাগরোটা চেকপোস্টের কাছে) থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয়। নাগরোটার পুরাতন পথ দিয়ে যাত্রা বের হয়। নাগরোটা সফরে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন লাদাখের কংগ্রেস সদস্যরা। এই সময় লাদাখী কর্মীরা রাহুল গান্ধীর সাথে লাদাখের সমস্যা নিয়ে আলোচনা করেন।

এদিকে, খোদ নাগরোটায় ভারত জোড়ো যাত্রার সময় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। ক্যাম্পাসের কাঁটাতারের আড়ালে দাঁড়িয়ে থাকা জওয়ানদের দেখে রাহুল গান্ধী তাঁদের কাছে গিয়ে করমর্দন করে তাঁদের খোঁজখবর নেন। যাত্রাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

You might also like!