Country

3 hours ago

PM Modi To Meet Singapore President: ভারত ও সিঙ্গাপুর প্রকৃতিগতভাবে বন্ধু : থারমান শানমুগারত্নম

Tharman Shanmugaratnam &Narendra Modi
Tharman Shanmugaratnam &Narendra Modi

 

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি : রাষ্ট্রপতি ভবনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়েছে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নমকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নম এদিন বলেছেন, "আমরা কখনই ভুলব না, ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম কয়েকটি দেশের মধ্যে ভারত ছিল। তারপর থেকে আমাদের সম্পর্ক বৃদ্ধি পেয়েছে একটি ছোট দেশ সিঙ্গাপুর এবং একটি খুব বড় দেশ ভারতের মধ্যে একটি স্বাভাবিক অংশীদারিত্ব।"

সিঙ্গাপুরের রাষ্ট্রপতি আরও বলেছেন, "আমাদের প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী। দক্ষতার ক্ষেত্রে আমাদের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলিতে খুব সক্রিয় এবং তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সঙ্গে সঙ্গে একটি নতুন যাত্রাপথে আছি, যা গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদীর সিঙ্গাপুরে শেষ সফরের সময় ঘোষণা করা হয়েছিল।"


You might also like!