Entertainment

1 year ago

Ayushman Khurana: নারী চরিত্রেই দর্শকের মন কাড়লেন আয়ুষ্মান! কি বললেন অভিনেতা?

Ayushman Khurana (File Picture)
Ayushman Khurana (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্লাউড নাইন-এ চর্চায় রয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। 'ড্রিম গার্ল 2' এর ছবির মাধ্যমে তাঁর ‘কেরিয়ারের অন্যতম সেরা উদ্বোধন’ দিয়েছেন তিনি। ছবিটি উদ্বোধনের দিনে ১০.০৫ কোটি টাকা উপার্জন করেছে। রোমাঞ্চিত আয়ুষ্মান একটি বিবৃতিতে বলেছেন, ‘ড্রিম গার্ল 2 আমার কেরিয়ারের সেরা ছবি মুক্তির দিনের উপহার দিতে পেরে আশ্চর্যজনক লাগছে। ড্রিম গার্ল এমন একটি ফ্র্যাঞ্চাইজি যা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। এবং ড্রিম গার্ল 2 যেভাবে শুরু হয়েছে আমি সত্যিই খুশি। বক্স অফিসে এর সাফল্য আসবে বলেও আশাবাদী।’ ‘একজন বিনোদনকারী হিসাবে, লোকেদের প্রেক্ষাগৃহে নিয়ে আসা এবং তাদের সঙ্গে দুর্দান্ত সময় কাটানোর অভিজ্ঞতা অর্জন করাও অনবদ্য। ড্রিম গার্ল 2 হল এমন একটি ছবি যা প্রতি মুহূর্তে বিনোদন প্রদান করেছে৷ এটির একটি বড় প্রতিশ্রুতিও রয়েছে সকলের কাছে। দর্শক মন থেকে হাসবে এবং এটি ছবিটির প্রত্যাশাও পূরণ করেছে এখনও পর্যন্ত।’

You might also like!