বিকি মান্না (হুগলী) :- চন্ডীতলা বাজারে অহল্যা বাই রোড অবরোধ স্থানীয় ব্যবসায়ীদের, রাতের অন্ধকারে দোকান পাট ভেঙে দেবার মারাত্মক অভিযোগ।অভিযোগের তীর স্থানীয় এক বেসরকারি নার্সিংহোম মালিকের বিরুদ্ধে, গাড়ি পার্কিং এর জন্য সরকারি জায়গার উপর তৈরি বাস স্ট্যান্ড ভেঙে দেওয়া হয়,পাশে থাকা কয়েকটি দোকান ভেঙে রাস্তা বার করার চেষ্টা করেন নার্সিংহোমের মালিক।
সকালে ব্যবসায়ীরা ব্যবসার জায়গায় এসে দেখতে পান, তাদের ব্যবসা করার জায়গা সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষের নেতৃত্বে পথ অবরোধ শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় স্থানীয় পুলিশ প্রশাসন, তার পর তারা অবরোধ তুলে নেন।
নার্সিংহোম মালিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে মঞ্চ তৈরী করে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে আন্দোলন হবে বলে জানান চন্ডীতলা ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং বরিজহাটি পঞ্চায়েতের প্রধান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ।