Country

11 hours ago

Weather Forcast: শীতে কাঁপছে কাশ্মীর, খুব শীঘ্রই ফের তুষারপাতের সম্ভাবনা

Kashmir is shivering in winter, chances of snowfall again soon
Kashmir is shivering in winter, chances of snowfall again soon

 

শ্রীনগর, ১৭ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, ভূস্বর্গের নানা প্রান্ত এখন বরফের চাদরে ঢাকা পড়েছে। যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ! শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কার্গিল - সর্বত্রই হাড়কাঁপানো ঠান্ডার দাপট রয়েছে।

জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০-২১ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবার ২২-২৩ জানুয়ারিও তুষারপাত হতে পারে। ফলে আপাতত ঠান্ডা থেকে রেহাই পাবে না জম্মু ও কাশ্মীর, উল্টে শীত আরও বাড়তে পারে।

You might also like!