কলকাতা, ১৮ জানুয়ারি : রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার এক জোড়া স্থানীয় ইএমইউ ট্রেন বাতিল করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলওয়ে ব্যবস্থার নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমিক ট্র্যাক এবং সিগন্যাল এবং টেলিকম সরঞ্জাম রক্ষণাবেক্ষণের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজ নিয়মিত এবং পদ্ধতিগত রক্ষণাবেক্ষণ বিঘ্ন এবং বিলম্ব রোধ করতে সাহায্য করে, ট্রেনগুলিকে সময়সূচী অনুযায়ী চালানো নিশ্চিত করে এবং রেলওয়ের পরিকাঠামোর আয়ু বৃদ্ধি করে। ট্রেন পরিচালনার সামগ্রিক নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতায় অবদান রাখে।
রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রবিবার হাওড়া বিভাগে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে রবিবার তারকেশ্বর থেকে ৩৭৩৩৪ এবং হাওড়া থেকে ৩৭৩৩৪ ট্রেন বাতিল করা হবে।
রবিবার ৩৭৭৪৯ ব্যান্ডেল – কাটোয়া লোকাল ১২:১৫-র বদলে ব্যান্ডেল ছাড়বে ১২:৪৫ টায়।
৩৭৩৭৪ গোঘাট – হাওড়া লোকাল বেলা ১টা ১০-এর বদলে ছাড়বে বেলা ১টা ২০-তে।