Country

3 months ago

PM Modi :প্রধানমন্ত্রীর বঙ্গ সফর পিছিয়ে গেল, কবে আসবেন মোদি কলকাতায়?

Prime Minister Bengal visit postponed
Prime Minister Bengal visit postponed

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : চলতি মাসে নির্ধারিত দিন থেকে দুই দিন পিছিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফর হতে পারে। যদিও বিজেপি সূত্রে এখনো তাঁর সফরের শিডিউল চূড়ান্ত হয়নি। দমদম সেন্ট্রাল জেলের মাঠে মোদির দুটি কর্মসূচি রয়েছে—একটি মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং একই স্থানে জনসভা। প্রধানমন্ত্রী দপ্তর থেকে এমনই খবর পাওয়া গেছে। তবে পশ্চিমবঙ্গ সফরের সঠিক দিনক্ষণ এখনও নিশ্চিত হয়নি।



You might also like!