দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যা দুই দিনের সফরে জম্মু-কাশ্মীরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দশম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন মোদী। তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পরে এই প্রথমবার জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন মোদী। শুক্রবার শ্রীনগরে ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী। কনফারেন্স সেন্টারের বাইরেই যোগাসনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে বৃষ্টি হওয়ার কনফারেন্স সেন্টারের ভিতরেই পালিত হয় অনুষ্ঠান।
এ বছরের যোগ দিবসের থিম 'নিজ স্বাস্থ্য ও সমাজের জন্য যোগ'। প্রধানমন্ত্রী ছাড়়াও অন্যান্য নেতা-মন্ত্রীরাও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নিয়েছেন। মোদী শুক্রবার বলেন, 'যোগ দিবস দশ বছরের ঐতিহাসিক যাত্রা পূরণ করল। ২০১৫ সালে ১৭০টি দেশ এই যোগ দিবসকে সমর্থন করেছিল।' এছাড়াও মোদীর মুখে শোনা যায় যোগের উপকারিকতার কথা। এছাড়াও তিনি বলেন, 'বাকি দেশগুলোও ইদানিং যোগা নিয়ে ভাবছে।' মোদী বলেন, 'বিশ্বের কোণায় কোণায় যে সব মানুষজন যোগ দিবস পালন করছেন তাঁদের আমার শুভেচ্ছা। বিশ্বজুড়ে যোগ ব্যায়াম করেন এমন মানুষের সংখ্য়া দিন দিন বাড়ছে।'