Country

1 day ago

Plane emergency landing in Nagpur:প্রযুক্তিগত ত্রুটি! নাগপুরে জরুরি অবতরণ ঢাকা থেকে দুবাইগামী বিমানের

Plane emergency landing in Nagpur
Plane emergency landing in Nagpur

 

নাগপুর, ২০ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের নাগপুরে জরুরি অবতরণ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দুবাই যাচ্ছিল বিমানটি, ওই বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। কোনও রকম ঝুঁকি না নিয়ে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। এরপর ঢাকা থেকে দুবাইগামী বিমানটি বুধবার রাত ১২টা নাগাদ নাগপুরে বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি বলেছেন, "ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বুধবার রাত ১২টা নাগাদ নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করা হয়েছে।"

You might also like!