নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : দুর্নীতিগ্রস্তদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর কথায়, যে কেউ দুর্নীতি করেছে তাঁকে প্রতিটি টাকার হিসাব দিতে হবে। রেখা গুপ্তাকেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রেখা গুপ্তা বলেছেন, "এটি বিরাট দায়িত্ব। আমার ওপর আস্থা রাখার জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির হাইকমান্ডকে ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করব।"
বৃহস্পতিবার সকালে রেখা বলেছেন, "আমার প্রথম অগ্রাধিকার হল, আমাদের দল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তা সম্পূর্ণ করা এবং দ্বিতীয় অগ্রাধিকার হল আমাদের ৪৮ জন বিধায়ক 'টিম মোদী' হিসাবে কাজ করবেন। আমি কখনই ভাবিনি যে আমি দিল্লির মুখ্যমন্ত্রী হব। আগের দুর্নীতিগ্রস্ত সরকারকে জনগণের প্রতিটি টাকার হিসাব দিতে হবে।"