Country

1 day ago

Jammu and Kashmir: কাশ্মীরে শুষ্ক দিন শেষ, বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচলের পাহাড়

Jammu and Kashmir
Jammu and Kashmir

 

শ্রীনগর, ২০ ফেব্রুয়ারি : অবশেষে শুষ্ক আবহাওয়ার দিন শেষ হল জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টিতে ভিজেছে শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত। শ্রীনগরের সমতল ভূমিতে এদিন সকালে হালকা বৃষ্টি হয়েছে, আবার কুপওয়ারা জেলার জিহামা এলাকায় নতুন করে তুষারপাত হয়েছে, এর পরে ওই এলাকা মনোরম সৌন্দর্য্যে সেজে উঠেছে। বৃহস্পতিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.০ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবারই তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশেও। শিমলা-সহ হিমাচলের উঁচু পাহাড়ি এলাকায় নতুন করে তুষারপাত হয়েছে। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড়। শিমলার রোহরু এলাকার কাদিওয়ান গ্রামে তুষারপাত হয়েছে। হিমাচলের নরকান্দার চপল মহকুমার উঁচু এলাকায় তুষারপাত ও বৃষ্টিপাত হয়েছে।

You might also like!