Country

2 months ago

J p nadda in bilaspur : হিমাচল প্রদেশের বিলাসপুর সফরে জে পি নাড্ডা

J p nadda (symbolic picture)
J p nadda (symbolic picture)

 

নয়াদিল্লি, ৪ অক্টোবর : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-র জাতীয় সভাপতি জে পি নাড্ডার শুক্রবার হিমাচল প্রদেশের বিলাসপুর সফর রয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, শুক্রবার বিলাসপুরে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন জে পি নাড্ডা। এদিন দুপুরে তিনি সেখানকার জেলা আদালতে যাবেন। সেখান থেকে কোঠিপুরায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস যাবেন। এদিন সন্ধ্যায় তিনি বাবা নাহার সিং মন্দিরে গিয়ে পূজার্চনা করবেন বলে জানা গেছে।

You might also like!