জম্মু, ১১ ডিসেম্বর : শৈত্যপ্রবাহ বইছে উপত্যকা জুড়ে। ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। বরফে ঢেকেছে উপত্যকার বহু জায়গা।
এই শীতের প্রকোপ এখনই কমবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গেছে, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হবে উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে। সঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া। চলতি সপ্তাহের বৃহস্পতিবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রবি ও সোমবারও একইসঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার সকালের দিকে জম্মু ও কাশ্মীরের তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।