Country

5 hours ago

Madhya Pradesh: মধ্যপ্রদেশের দেওয়াসে বাড়িতে আগুন, একই পরিবারের ৪ জনের মৃত্যু

House fire in Madhya Pradesh's Dewas
House fire in Madhya Pradesh's Dewas

 

দেওয়াস, ২১ ডিসেম্বর : মধ্যপ্রদেশের দেওয়াস জেলার একটি মিল্ক পার্লার তথা বাড়িতে আগুন লেগে প্রাণ হারালেন একই পরিবারের চারজন সদস্য, মৃতদের মধ্যে দু'টি শিশু রয়েছে।

পুলিশের একজন আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোর ৪.৪৫ মিনিট নাগাদ নয়াপুরা এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। পুলিশ আধিকারিক মঞ্জু যাদব বলেছেন, অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। দমবন্ধ হয়ে বাবা-মা ও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁদের শরীরে পুড়ে যাওয়ার দাগও ছিল।

You might also like!