Game

3 hours ago

George Eastham: ৮৮ বছরে জীবনাবসান, ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের ইস্টহাম প্রয়াত

George Eastham
George Eastham

 

লন্ডন, ২১ ডিসেম্বর : ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জর্জ ইস্টহাম ৮৮ বছর বয়সে মারা গেলেন, শুক্রবার তিনি মারা গিয়েছেন বলে তাঁর প্রাক্তন ক্লাব স্টোক সিটি জানিয়েছে।

জর্জ ছিলেন মিডফিল্ডার। দুই দশকের পেশাদার ক্যারিয়ারে ইংলিশ টপ-ফ্লাইট লীগে নিউক্যাসল ইউনাইটেড, আর্সেনাল এবং স্টোক সিটির হয়ে খেলেছেন এবং ১৯টি আন্তর্জাতিক ক্যাপ অর্জন করেছেন।

ইস্টহাম আট মরসুমে স্টোক সিটির হয়ে ১৯৪টি লীগে অংশগ্রহণ করেন এবং ১৯৭৭-৭৮ সালের মধ্যে ক্লাব পরিচালনা করেন।

ফুটবলে তার সেবার জন্য তিনি ১৯৭৩ সালে 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার' পুরস্কার পান।

স্টোক সিটি ফুটবল ক্লাব কিংবদন্তি জর্জ ইস্টহামের মৃত্যুতে অত্যন্ত শোকাহত।

বক্সিং দিবসে লিডস ইউনাইটেডের বিপক্ষে হোম খেলায় ইস্টহামকেও শ্রদ্ধা জানাবে স্টোক সিটি।

You might also like!