Game

1 day ago

Australia's names announced :ভারতের বিপক্ষে শেষ দুটি টেস্টে অস্ট্রেলিয়ার নাম ঘোষণা

Australia's names announced for the last two Tests against India
Australia's names announced for the last two Tests against India

 

সিডনি, ২০ ডিসেম্বর  : শুক্রবার চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া দল ঘোষণা করেছে।১৯ বছর বয়সী ওপেনিং ব্যাটার স্যাম কনস্টাসকে দলে নেওয়া হয়েছে। নাথান ম্যাকসুইনির পরিবর্তে তিনি দলে এসেছেন। তরুণ ওপেনারের প্রথম শ্রেণির পরিসংখ্যান চোখে পড়ার মতো। ১১ ম্যাচে তিনি ৪২.২৩ গড়ে ৭১৮ রান করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০১১ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের সময় তাঁর ১৮ বছর ১৯৩ দিন বয়স ছিল।

অস্ট্রেলীয় নির্বাচক জর্জ বেইলি বলেন, স্যাম তাঁর প্রথম টেস্ট দলে ডাক পেয়েছেন। তাঁর ব্যাটিং চোখে পড়ার মতো, এবং আমরা তাঁর খেলার আরও বিকাশ দেখার অপেক্ষায় রয়েছি।

চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল:

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ট্র্যাভিস হেড , জোশ ইঙ্গলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।

You might also like!