Country

5 days ago

Sambit Patra: বিরোধীরা সংসদে কাজ করতে দিচ্ছেন না : সম্বিত পাত্র

Sambit Patra
Sambit Patra

 

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : সংসদে হইহট্টগোলের জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্বিত পাত্র বলেছেন, "এটা দুর্ভাগ্যজনক যে, বিরোধীরা সংসদে কাজ করতে দিচ্ছেন না। তাঁরা মাঝে মাঝে জ্যাকেট, মাস্ক পরে আসেন, এটা মর্যাদাপূর্ণ নয়। আমার মনে হয়, তাঁরা গণতন্ত্র বুঝতে ভুল করেছে। রাহুল গান্ধী মাস্ক পরা লোকজনকে রেকর্ড করছেন, এটা দেখে অবাক হয়েছিলাম। একজন বিরোধী দলনেতার কিভাবে আচরণ করতে হয় তা তিনি জানেন না।"

রাহুল গান্ধীকে কটাক্ষ করে সম্বিত পাত্র বলেছেন, "আমরা দেখতে পাচ্ছি, সমাজবাদী পার্টি রাহুল গান্ধীকে সম্মান করে না এবং বলছে তাঁরা রাহুলকে অথবা মল্লিকার্জুনকে ইন্ডি জোটের নেতা হিসাবে বিবেচনা করে না। তৃণমূলও রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডি জোটের স্ট্রাইক রেট সম্পর্কে কথা বলেছে। কিছু নেতা মমতা জিকে ইন্ডি জোটের নেতা হিসাবে প্রজেক্ট করার কথা বলেছেন। রাহুল গান্ধী কি এখনও ইন্ডি জোটে আছেন, নাকি তাঁর ইন্ডি জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় নেই?"

You might also like!