রায়পুর, ১৩ ডিসেম্বর : ছত্তিশগড়ে নকশাল-দমন অভিযানে ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শুক্রবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই মাওবাদী। শুক্রবার সকালে বিজাপুর জেলার বাসাগুদা থানার অধীনে নেন্দ্র-পুন্নুর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই নকশাল নিহত হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এনকাউন্টারের পর দুই নকশালের দেহ উদ্ধার হয়েছে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। একটি বন্দুক, নকশালদের পোশাক, মাওবাদের সঙ্গে সম্পর্কিত বই, বিস্ফোরক এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে এনকাউন্টারস্থল থেকে।