Game

1 week ago

T20 Cricket:টি-টোয়েন্টি ক্রিকেট: বাংলাদেশ হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজকে

Bangladesh whitewashed West Indies
Bangladesh whitewashed West Indies

 

সেন্ট ভিনসেন্ট, ২০ ডিসেম্বর : কয়েকদিন আগে একদিনের ক্রিকেটে ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। টাইগাররা সেই হারের শোধ নিল টি-টোয়েন্টিতে। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে সমর্থকদের আনন্দে ভাসালেন জাকের-লিটনরা।শুক্রবার সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে টাইগাররা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০তে জিতে নিল।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।টাইগারদের হয়ে ৪ ওভারে ২১ রা‍নে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। আর তাসকিন ও শেখ মাহেদী নিয়েছেন দুটি করে উইকেট।একসময় ৭ ওভারে দলীয় ৫০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। পরে দশম ওভারে দলীয় ৬০ রানে রোভম্যান পাওয়েলের উইকেট পড়ে গেলে আরও বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। আবার ৯৫ ও ৯৭ রানে গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ বিদায় নেওয়ার পর একা রোমারিও শেফার্ড লড়াই চালিয়ে গেলেও দলকে রক্ষা করতে পারেননি।টসে জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে বাংলাদেশ। জাকের আলী ৪১ বলে অপরাজিত ৪২ ও পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ ও মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ২৯ রান করেন।

You might also like!