Tripura

21 hours ago

Manik Sarkar: শুধু সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ নিয়ে কথা বললে চলবে না, লড়াই করতে হবে : মানিক সরকার

Manik Sarkar
Manik Sarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুধু সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ নিয়ে কথা বললে চলবে না। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা নিয়ে লড়াই করতে হবে।  আগরতলা টাউন হলে জনশিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত হলসভায় বক্তব্য রেখে কর্মীদের এভাবেই উৎসাহিত করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার।

এদিন মানিক সরকার আরও বলেন, লড়াই ছাড়া ঐক্য হবে না, ঐক্য ছাড়া লড়াই হবে না। দুটি একে অপরের পরিপূরক। তাই স্থানীয় সমস্যাগুলি একত্রিত করে প্রথমে বিডিও -র কাছে যেতে হবে, সমস্যা সমাধান না হলে এলাকায় একটি সমাবেশ করতে হবে। তারপরও সমস্যার সমাধান না হলে জেলা শাসকের কাছে যেতে হবে। তাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে এলাকায় রাস্তা রুখে দাঁড়াতে হবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় এলাকায় বনধের ডাক দিতে হবে। মানুষ দূর থেকে যখন এই আন্দোলনগুলি দেখবে এবং এই আন্দোলনগুলি তাদের জন্য করে চলেছেন বলে বুঝতে পারবে তখন তারা এগিয়ে আসতে বাধ্য হবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যে তিপরা মথা দুই থেকে তিন মাস অন্তর অন্তর নতুন স্লোগান দিচ্ছে। কিন্তু এ ডি সি -তে জল নেই, বিদ্যুৎ নেই, হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী নেই, বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা নেই। আর সবকিছুই লণ্ডভণ্ড করে রেখেছে বলে দাবি করলেন তিনি। এদিনের আয়োজিত হলসভায় গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধার চরণ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা উপস্থিত ছিলেন।

You might also like!