
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত নভেম্বর মাসে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন বলিউডের বর্ষীয়ান হিরো ধর্মেন্দ্র। মাস দেড়েক পেরলেও অভিনেত্রী-রাজনীতিবিদ হেমা মালিনী এখনও স্বামীর মৃত্যুর শোকে শোকস্তব্ধ। সেটা তাঁর মুহুর্মুহু স্মৃতিচারণ দেখলেই স্পষ্ট হয়। তবে ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে বিভিন্ন সময়ে তাঁকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সম্প্রতি মথুরার এক খেলার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়ার পর হেমা নতুন করে আরও এক সমালোচনায় জড়িয়ে পড়েছেন।
সম্প্রতি আমন্ত্রণ পেয়ে মথুরার এক খেলা প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন হেমা। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন। আর সেই ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ পেতেই দেখা যায়, হেমা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, কিন্তু মুখে হাসি নেই। মেডেল পরানো বা খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের কোনো চেষ্টাও দেখা যায়নি। এমনকি পুরস্কার দেওয়ার পর হাত মুছে নিতেও দেখা যায়। নেটবাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাকে ‘গোমড়ামুখী’ বলে কটাক্ষ করেছেন। কেউ প্রশ্ন তুলেছেন, “এমন রূঢ় অভিব্যক্তিতে কে পুরস্কার দেয়?” কেউ আবার মন্তব্য করেছেন, “ধর্মেন্দ্রর শোকে ভুগছেন তো, তাহলে অনুষ্ঠানে আসার দরকার কী?” কেউ বা আবার মনে করিয়ে দিলেন, ‘আপনার এহেন রূঢ় আচরণে ওই বাচ্চাগুলি কতটা কষ্ট পেয়েছে, একবার ভেবে দেখেছেন?’ কারও বা মন্তব্য, ‘এত অনিচ্ছা সহকারে পুরস্কার না দিলেই পারতেন!’ এহেন নানা কটাক্ষবাণে ভরে গিয়েছে সোশাল পাড়া।
হেমা মালিনী এখনো এই বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে একাধিক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, ৫৭ বছরের দাম্পত্য জীবনের পর স্বামী ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে হয়। সম্ভবত সেই শোকের ছায়াতেই তিনি পুরস্কার বিতরণের সময় এতটাই সংযমী এবং শান্ত ছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় নানান সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। বলা বাহুল্য, ‘ড্রিম গার্ল-এর এহেন আচরণ এখনো নেটপাড়ায় আলোড়ন সৃষ্টি করেছে।
