Country

15 hours ago

Hemant Soren: মহিলা সম্মান যোজনার প্রতিশ্রুতি রেকর্ড সময়ে পূরণ : মুখ্যমন্ত্রী

Hemant Soren (Symbolic picture)
Hemant Soren (Symbolic picture)

 

রাঁচি, ২৮ ডিসেম্বর : মহিলা সম্মান যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রেকর্ড সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে।মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ রাজ্যের সকল মহিলাদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। শনিবার একটি সামাজিক মাধ্যমে একটি পোস্টে ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শনিবার মহিলা সম্মান যোজনার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

তবে তিনি আরও বলেন, রাজ্যের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমি পূরণ করছি। প্রতি মাসে প্রতিটি মেয়ের অ্যাকাউন্টে ২৫০০ টাকা জমা দেওয়া হচ্ছে। বছরে তাঁরা পুরো ৩০ হাজার টাকা পাবেন।

You might also like!