Country

4 days ago

Weather Report of Delhi: দিল্লির বায়ু দূষিতই, বাতাসের গুণমান 'খারাপ' পর্যায়ভুক্ত

Delhi weather
Delhi weather

 

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : বিগত মাসব্যাপী দিল্লির বাতাসের গুণগতমান ক্রমশ খারাপ পর্যায়ে পৌঁছেছে। বুধবারও তার ব্যতিক্রম হলো না। দূষণে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন দেশের জাতীয় রাজধানীর বাসিন্দারা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুসারে, এদিন সকালে দিল্লির বেশ কিছু এলাকার বাতাসকে 'খারাপ' পর্যায়ভুক্ত করা হয়েছে।

বুধবার সকালে কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির একাধিক এলাকা। এদিন সকালে দিল্লির বেশ কিছু জায়গায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২১০। আবার কিছু অঞ্চলে ৩০০ পেরিয়ে গেছে তা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লিবাসীরা।

You might also like!