kolkata

3 hours ago

Gauranga Das: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন ইস্কন : গৌরাঙ্গ দাস

Gauranga Das
Gauranga Das

 

কলকাতা, ২১ ডিসেম্বর : বাংলাদেশের সংখলঘুদের ওপর অত্যাচার ও হিন্দু নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ইস্কনের গভর্নিং বডির কমিশনার গৌরাঙ্গ দাস। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, "ইস্কন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন এবং আমরা সমস্ত হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকার এবং সেখানকার সকল কর্মকর্তাদের সকল নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘুদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করছি। মন্দিরগুলিকে রক্ষা করা উচিত, মূর্তিগুলিকে রক্ষা করা উচিত। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাই, সমস্ত সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের, তাদের ধর্মীয় স্বাধীনতা গ্রহণ ও অনুসরণ করার অধিকার দেওয়া উচিত এবং তাদের সমস্ত উপাসনালয়কে সুরক্ষিত করা উচিত।"

You might also like!