Country

3 hours ago

Drug peddler arrested: হাজোয় উদ্ধার কোটি টাকার হেরোইন, বাজেয়াপ্ত নগদ টাকা ও দামি চার চাকার গাড়ি, গ্রেফতার এক

Assam  Police crackdown in Hajo.
Assam Police crackdown in Hajo.

 

গুয়াহাটি, ২১ ডিসেম্বর : গুয়াহাটির পার্শ্ববর্তী কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত হাজোয় পুলিশ অভিযানে উদ্ধার হয়েছে কোটি টাকার হেরোইন এবং নগদ টাকা। মাদক কারবারে জড়িত অভিযোগে জনৈক রফিক আলি নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

হাজো থানা সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার ভোররাতে বর্ণি শান্তিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযানকালে পুলিশ এএস ০১ এএ ২১১৫ নম্বরের চার চাকার একটি বিলাসবহুল গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালায়। কিন্তু গাড়িচালকের পরিহিত জ্যাকেটের গোপন পকেট থেকে ২৩ কৌটা ভরতি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে নগদ ৫,২১০ টাকা, একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, বাজেয়াপ্তকৃত গাড়িটি গবাদি পশু চুরি পাচারে ব্যবহৃত হয়।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রফিক আলি মাদক পাচার সহ নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার মাদক নেটওয়ার্ক এবং অবৈধ কার্যকলাপ সম্পর্ক স্থানীয় থানার পুলিশ অফিসারকে অভিযোগও করেছেন তাঁরা।

থানার ওসি জানিয়েছেন, ধৃত রফিক আলিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নেটওয়ার্ক এবং অন্যান্য অপরাধ সম্পর্কে বিস্তারিত তথ্য আদায়ের চেষ্টা করছেন তাঁরা। ইতিমধ্যে জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে রফিকের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে।

You might also like!