Country

2 days ago

Tragic Fire At Tamil Nadu: তামিলনাড়ুর ডিন্ডিগুলে হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ৬ জনের

Dindigul Hospital
Dindigul Hospital

 

ডিন্ডিগুল, ১৩ ডিসেম্বর : তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায় একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন ৬ জন। বিধ্বংসী আগুনে আহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন। বৃহস্পতিবার রাতে ডিন্ডিগুল-ত্রিচি হাইওয়ের কাছে গান্ধী নগর এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, পৌঁছে যায় ১০টি অ্যাম্বুলেন্স। হাসপাতাল থেকে অনেক রোগীদের উদ্ধার করা হয়।

ডিন্ডিগুলের জেলা কালেক্টর এম এন পুনগোদি বলেছেন, "একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগেছে। এখানকার রোগীদের উদ্ধার করে কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছু হতাহতের ঘটনা ঘটতে পারে, তবে ডাক্তারদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর আমরা মৃত্যুর সংখ্যা নিশ্চিত করব।" পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে মৃত্যু হয়েছে ৬ জনের।

You might also like!