শ্রীনগর, ১০ ডিসেম্বর : ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর। কাঁপুনি দিয়ে ঠান্ডা তো বটেই, উপত্যকার বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে। প্রবল শীত আর বরফে ঢেকেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। হাড়হিম করা ঠান্ডা লেহ-তে, লাদাখের কার্গিলেও একই রকম ঠান্ডা পড়েছে।
দক্ষিণ কাশ্মীরের হিল রিসর্ট পহেলগামেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে। তাপমাত্রা কমার দৌড়ে পিছিয়ে নেই জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরও। এই শীতের প্রকোপ এখনই কমবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত কনকনে ঠান্ডা, সঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। আবার ১২ ডিসেম্বর তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১২ ডিসেম্বর হালকা তুষারপাতের পর ১৩-১৮ ডিসেম্বর আবহাওয়া থাকবে শুষ্ক।