Country

5 days ago

Kurla bus accident: কুরলায় বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bus Accident
Bus Accident

 

মুম্বই, ১০ ডিসেম্বর : মুম্বইয়ের কুরলা পশ্চিমে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন আরও দু'জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬। এছাড়াও এই বাস দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৯ জন। মঙ্গলবার সকালে দমকলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার কুরলা পশ্চিমের এস জি বার্ভে রোডে একটি বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে। সোমবারই মৃত্যু হয়েছিল ৪ জনের, পরে আরও দু'জন প্রাণ হারালেন। মঙ্গলবার সকালেই দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন ফরেনসিক দলের বিশেষজ্ঞরা।

ডিসিপি জোন ৫ গণেশ গাওয়াদে বলেছেন, "কুরলায়, বেস্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে পিষে দেয়। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। বাসের চালককে হেফাজতে নেওয়া হয়েছে।" এই দুর্ঘটনা সম্পর্কে শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডে বলেছেন, "কুরলা স্টেশন থেকে যে বাসটি ছেড়েছিল, সেই বাসের ব্রেক ফেল হয়ে যায় এবং চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চালক ভয় পেয়ে ব্রেক চাপার পরিবর্তে এক্সিলারেটরে চাপ দেয় এবং গতি বেড়ে যায়।"

মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি মৃতদের পরিজনকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি।

You might also like!