Country

14 hours ago

Bomb threat in several school in Delhi :দিল্লির একাধিক স্কুলে ফের বোমার হুমকি, জোরদার তল্লাশি চালালো পুলিশ

Bomb threat again in several schools in Delhi, police conducted a strong search
Bomb threat again in several schools in Delhi, police conducted a strong search

 

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : দিল্লির একাধিক স্কুলে ফের বোমার হুমকি। শুক্রবারের পর শনিবার ফের ই-মেইলের মাধ্যমে দিল্লির একাধিক স্কুলে এসেছে বোমার হুমকি। বিগত এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে তৃতীয়বার। শনিবার নতুন করে বোমার হুমকির প্রেক্ষিতে স্কুলগুলিতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। যদিও, পুলিশ সূত্রের খবর, স্কুলগুলি থেকে কিছুই পাওয়া যায়নি।

শুক্রবারই দিল্লির প্রায় ৩০টি স্কুল বোমার হুমকি পেয়েছিল, এরপর শনিবার সকালে আবারও দিল্লির একাধিক স্কুল কর্তৃপক্ষ বোমার হুমকি পেয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ডিপিএস আর কে পুরম, বসন্ত কুঞ্জের রায়ান ইন্টারন্যাশনাল স্কুল বোমার হুমকি পায়। সকাল ৬.১২ মিনিট নাগাদ ই-মেইল পেয়েছে স্কুল কর্তৃপক্ষ। পুলিশ তদন্ত শুরু করেছে।

You might also like!