Country

4 hours ago

Blaze ravages market in Margherita: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মাৰ্ঘেরিটা বাজার, কমপক্ষে ১.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

Fire in the Margherita market
Fire in the Margherita market

 

মাৰ্ঘেরিটা (অসম), ২১ ডিসেম্বর : বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিনসুকিয়া জেলার অন্তর্গত মার্ঘেরিটা শহর সংলগ্ন বাজার। আগুনের গ্রাসে কমপক্ষে ১.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ খবর লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয়।

আজ শনিবার ভোররাত প্রায় একটা নাগাদ সংঘটিত অগ্নিকাণ্ডে বাজারের প্রায় ২৫টি দোকাল ভস্ম হয়ে গেছে। ঘটনার পেয়ে চারটি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু তাঁদের সব চেষ্টা ব্যর্থ করে গোটা বাজার ছাইয়ে পরিণত হয়ে গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী এবং স্থানীয়দের সন্দেহ, আগুনের পেছনে নাশকতার কারণ থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

You might also like!