কলকাতা, ১৫ ডিসেম্বর : শীতের দাপট অব্যাহত। রাজ্যের একাংশে চলছে শৈত্যপ্রবাহ। উত্তরের পাহাড়ি অঞ্চলের সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রার পতন ঘটছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের আশঙ্কা থাকছে। আগামী দিনদুয়েক শীতের এই আমেজ বজায় থাকবে।
জানা গেছে, রবিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে৷ সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কুয়াশার দাপট উত্তরবঙ্গে বেশি। সোমবার পর্যন্ত একইরকম আবহাওয়া থাকবে। সোমবারের পর তাপমাত্রায় খানিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।