Country

11 hours ago

Bomb threats in three schools in Delhi: দিল্লির তিনটি স্কুলে বোমা হুমকি, তদন্তে নামল পুলিশ

Bomb threats in three schools in Delhi
Bomb threats in three schools in Delhi

 

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : দিল্লির একাধিক স্কুলে ফের বোমা হুমকি! শুক্রবার ই-মেলের মাধ্যমে হুমকি পেয়েছে দিল্লির তিনটি স্কুল। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে দিল্লির দ্বারকা এলাকায় একটি বেসরকারি স্কুল ও আরও দু'টি স্কুলে বোমার হুমকি দেওয়া হয়।

খবর পাওয়া মাত্রই স্কুলে পৌঁছে যায় পুলিশ, শুরু হয় তল্লাশি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোথাও কিছু পাওয়া যায়নি। অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুলগুলি।


You might also like!