Country

7 hours ago

NF Rail :তীর্থযাত্রীদের সহায়তায় দুই জোড়া মহাকুম্ভ স্পেশাল পরিষেবার সিদ্ধান্ত এনএফ রেলওয়ে

NF Railway
NF Railway

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালের মহাকুম্ভ মেলায় অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রত্যাশিত অত্যধিক ভিড় সামলাতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কামাখ্যা এবং নাহরলগুন স্টেশন থেকে টুন্ডলা স্টেশনের মধ্যে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই স্পেশাল ট্রেনগুলি উভয় দিকে চারটি ট্রিপের জন্য চলাচল করবে। এতে শীতের মরশুমে মহাকুম্ভ মেলায় যাওয়ার জন্য ইচ্ছুক ভক্তকুল ভ্রমণের সুবিধা লাভ করবেন বলে মনে করছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ।

আজ এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, স্পেশাল ট্রেন নম্বর ০৫৬১১ কামাখ্যা-টুন্ডলা কামাখ্যা থেকে ৯ ও ২৫ জানুয়ারি (২০২৫) এবং ৮ ও ২২ ফেব্রুয়ারি (২০২৫) ০৫:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৯:২০ ঘণ্টায় টুন্ডলা পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০৫৬১২ টুন্ডলা-কামাখ্যা টুন্ডলা থেকে ১১ ও ২৭ জানুয়ারি (২০২৫) এবং ১০ ও ২৪ ফেব্রুয়ারি (২০২৫) ০৩:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৭:৪৫ ঘণ্টায় কামাখ্যা পৌঁছবে। উভয় দিকের যাত্রাপথে স্পেশাল ট্রেনটি রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদা টাউন,ভাগলপুর, পাটনা, প্রয়াগরাজ প্ৰভৃতি স্টেশন হয়ে চলাচল করবে।

একইভাবে স্পেশাল ট্রেন নম্বর ০৫৮১১ নাহরলগুন-টুন্ডলা নাহরলগুন থেকে ৯ ও ২৫ জানুয়ারি (২০২৫) এবং ৮ ও ২২ ফেব্রুয়ারি (২০২৫) ১৪:৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে যাত্রার তৃতীয় দিন ০৬:৩০ ঘণ্টায় টুন্ডলা পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০৫৮১২ টুন্ডলা-নাহরলগুন টুন্ডলা থেকে ১১ ও ২৭ জানুয়ারি (২০২৫) এবং ১০ ও ২৪ ফেব্রুয়ারি (২০২৫) ১১:২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে যাত্রার তৃতীয় দিন ০৫:৫০ ঘণ্টায় কামাখ্যা পৌঁছবে। উভয় দিকের যাত্রাপথে স্পেশাল ট্রেনটি রাঙাপাড়া নর্থ, রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাউনি, দানাপুর, প্রয়াগরাজ প্ৰভৃতি স্টেশন হয়ে চলাচল করবে।এই স্পেশাল ট্রেনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য এসি ক্লাস, স্লিপার ক্লাস, জেনারেল সিটিং কোচ সহ যথাক্রমে ২২টি ও ২১টি করে কোচ থাকবে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের এই পদক্ষেপে মহাকুম্ভ মেলায় ভ্রমণের পরিকল্পনাকারী যাত্রীদের স্বস্তি প্রদান করবে। প্রস্তবিত স্পেশাল ট্রেনগুলি বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীদের তাঁদের নিজ নিজ গন্তব্যে ফেরত যাত্রার সুবিধা দেবে, বলা হয়েছে প্রেস বার্তায়।

You might also like!