Country

11 hours ago

Two BJP MPs Pratap and Mukesh are stable: বিজেপির দুই সাংসদ প্রতাপ ও মুকেশ স্থিতিশীল, রক্তচাপও স্বাভাবিক

Two BJP MPs Pratap and Mukesh are stable
Two BJP MPs Pratap and Mukesh are stable

 

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : আপাতত স্থিতিশীল রয়েছেন বিজেপির দুই সাংসদ প্রতাপ চন্দ্র সারাঙ্গি এবং মুকেশ রাজপুত। উভয়ে স্থিতিশীল রয়েছেন এবং রক্তচাপও স্বাভাবিক রয়েছে। শুক্রবার সকালে রাম মনোহর লোহিয়া হাসপাতালের এমএসডাঃ অজয় শুক্লা বলেছেন, বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারাঙ্গি এবং মুকেশ রাজপুত স্থিতিশীল রয়েছেন এবং রক্তচাপও স্বাভাবিক রয়েছে। যে মেডিকেল রিপোর্ট গতকাল পাওয়া গিয়েছে, তা ঠিকঠাক। আরও কিছু রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে ধাক্কাধাক্কি আহত হন বিজেপির এই দুই সাংসদ।

You might also like!