Country

6 hours ago

Delhi: কনকনে শীতে জনজীবন বেহাল দিল্লিতে, সঙ্গে ঘন কুয়াশার দাপটও

The capital Delhi is shivering in the cold
The capital Delhi is shivering in the cold

 

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, মাত্রাতিরিক্ত ঠান্ডায় জনজীবন কার্যত বিপর্যস্ত। শনিবারও হাড়কাঁপানো ঠান্ডায় ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। সঙ্গে ঘন কুয়াশার দাপটও ছিল। দিল্লিতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.০ ডিগ্রি সেলসিয়াস।শুধু দিল্লি নয়, কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশও। মথুরা, বারাণসী, অযোধ্যা সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। কানপুরে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!