Country

4 days ago

Weather Report of Tamilnadu & Puducherry: বুধবার ভারী বর্ষণ শুরু তামিলনাড়ুর একাধিক অঞ্চলে, বৃষ্টিপাত পুদুচেরিতেও

Rainy weather
Rainy weather

 

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : মিলে গেল ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস। বুধে বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর একাধিক এলাকায় এবং পুদুচেরিতেও।

বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে বলা হয়েছিল, বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস মিলে গিয়ে বুধবার সকাল থেকেই তামিলনাড়ু ও পুদুচেরিতে শুরু হয় বৃষ্টিপাত।

জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টি হবে। ওই সময়ে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল ও মাহে এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে।

You might also like!