Country

6 hours ago

Two more died in fire and accident in Jaipur: জয়পুরে আগুন ও দুর্ঘটনায় আরও দু'জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৩

Two more died in fire and accident in Jaipur
Two more died in fire and accident in Jaipur

 

জয়পুর, ২১ ডিসেম্বর : রাজস্থানের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের জেরে ঝলসে আরও দু'জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩। আহত কমপক্ষে ৪০ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে এসএমএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ দীপক মাহেশ্বরী বলেছেন, "জয়পুরের আজমের সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১৩ জনের।"

উল্লেখ্য, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ জয়পুরের একটি পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনা ও পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে একটি ট্রাক এসে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তার পরই জোরালো বিস্ফোরণ হয়। প্রায় ৩০০ মিটার জুড়ে সেই বিস্ফোরণের প্রভাব পড়ে। একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই ঝলসে অনেকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন আরও অনেকে।

You might also like!