মুম্বই, ১০ ডিসেম্বর : মুম্বইয়ের কুরলা পশ্চিমে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন আরও দু'জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬। এছাড়াও এই বাস দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৯ জন। মঙ্গলবার সকালে দমকলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার কুরলা পশ্চিমের এস জি বার্ভে রোডে একটি বেস্ট বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে। সোমবারই মৃত্যু হয়েছিল ৪ জনের, পরে আরও দু'জন প্রাণ হারালেন। মঙ্গলবার সকালেই দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন ফরেনসিক দলের বিশেষজ্ঞরা।
ডিসিপি জোন ৫ গণেশ গাওয়াদে বলেছেন, "কুরলায়, বেস্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে পিষে দেয়। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। বাসের চালককে হেফাজতে নেওয়া হয়েছে।" এই দুর্ঘটনা সম্পর্কে শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডে বলেছেন, "কুরলা স্টেশন থেকে যে বাসটি ছেড়েছিল, সেই বাসের ব্রেক ফেইল হয়ে যায় এবং চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চালক ভয় পেয়ে ব্রেক চাপার পরিবর্তে এক্সিলারেটরে চাপ দেয় এবং গতি বেড়ে যায়।"