নয়াদিল্লি, ২৩ মে : রাজধানী দিল্লির সবকটি (৭টি) সংসদীয় আসনে ভোটগ্রহণ আগামী ২৫ মে, ষষ্ঠ দফায়। অন্তিম লগ্নে দিল্লিতে ভোটপ্রচার চলছে জোরকদমে। জনসংযোগ, আলাপচারিতার মাধ্যমে জনতার মন জয় ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে দিল্লির কেশবপুরম এলাকায় ভোট প্রচার করেন চাঁদনি চক লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী জে পি আগরওয়াল। মানুষের মন জয়ের চেষ্টা করেন তিনি। জে পি আগরওয়াল এদিন বলেছেন, ''নির্বাচনের সময়, আপনি বাইরে যাবেন এবং মানুষের সঙ্গে দেখা করবেন এটাই তো স্বাভাবিক। আমি এখানে এসেছি, সেই জন্য... এখন মুদ্রাস্ফীতি ও বেকারত্বের জন্য মানুষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রয়েছেন। জনসাধারণ পরিবর্তন দেখতে চায়। নির্বাচনে আমি এটা প্রত্যক্ষ করতে পারছি। দিল্লির সবকটি আসনেই জয়ী হবে ইন্ডি জোট।"
পিছিয়ে নেই বিজেপিও। বৃহস্পতিবার সকালে দিল্লির অশোক বিহার এলাকায় ভোটপ্রচার করেন চাঁদনি চক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীণ খন্ডেলওয়াল। তাঁর সমর্থনে এদিন রোড শো করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। প্রবীণ খন্ডেলওয়াল বলেছেন, "স্মৃতি ইরানিজি আমার সমর্থনে রোড শো করেছেন। মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। বাতাবরণ খুবই ইতিবাচক।"