Country

3 months ago

Mangaluru: সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে বিবাদ, ম‍্যাঙ্গালুরুতে ভিএইপি ও বজরং দলের বিক্ষোভ

Controversy over social media post, VAP and Bajrang Dal protest in Mangalore
Controversy over social media post, VAP and Bajrang Dal protest in Mangalore

 

ম‍্যাঙ্গালুরু, ১৬ সেপ্টেম্বর : সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে অশান্ত হয়ে উঠলো কর্ণাটকের ম‍্যাঙ্গালুরু। ওই সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিবাদে সোমবার বিক্ষোভ প্রদর্শন করেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মীদের বিক্ষোভের প্রেক্ষিতে ম্যাঙ্গালুরুতে র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে।

দক্ষিণ কন্নড়ের এসপি ইয়াতীশ এন বলেছেন, "সোমবার ঈদ-ই-মিলাদ উৎসব উপলক্ষ্যে আমরা জেলার চারপাশে পর্যাপ্ত ব্যবস্থা করেছি এবং বিসি রোডের বান্টওয়াল শহরে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল, তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।যার জন্য আমাদের কাছে রয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যে শান্তিতে বিঘ্ন ঘটাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"


You might also like!