নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : শরদ পওয়ার, লালু যাদব সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ইন্ডি জোটের নেতৃত্বের ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সবসময়ই বিজেপিকে পরাজিত করেছে। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাগরিকা ঘোষ বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সবসময়ই বিজেপিকে পরাজিত করেছে। বিজেপির বিরুদ্ধে আমাদের স্ট্রাইক রেট ৭০ শতাংশ। তৃণমূল কংগ্রেস বিজেপিকে পরাজিত করার এই ট্র্যাক রেকর্ডের পরিপ্রেক্ষিতে, রাজনৈতিক সংগ্রাম, প্রশাসনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে, আমরা বিশ্বাস করি, জাতীয় স্তরে ইন্ডি জোটের নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভাল আর কেউ হতে পারে না।"