Country

4 days ago

Amit Shah: “আমাদের স্বাধীনতা সংগ্রামের পথ আলোকিত করেছিলেন”, সুব্রাহ্মণ্য ভারতীকে শ্রদ্ধা অমিত শাহর

Subrahmanya Bharti
Subrahmanya Bharti

 

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : তামিল লেখক, সাংবাদিক, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক চিন্নস্বামী সুব্রহ্মণ্য ভারতীকে (১১ ডিসেম্বর ১৮৮২ - ১১ সেপ্টেম্বর ১৯২১) শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার তিনি এক্সবার্তায় লিখলেন, “আধুনিক তামিল সাহিত্যের জনক সুব্রাহ্মণ্য ভারতী জিকে তাঁর জন্মজয়ন্তীতে আমার শ্রদ্ধাঞ্জলি। ভারতী জি তাঁর উজ্জ্বল প্রজ্ঞা দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের পথ আলোকিত করেছিলেন। সমাজকে তাঁর প্রকৃত স্বরূপে পরিণত করার জন্য সংস্কার করেছিলেন। তাঁর আদর্শ আমাদের অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।”

প্রসঙ্গত, ‘মহাকবি ভারতী’ নামে খ্যাত এই কবি আধুনিক তামিল কবিতার প্রবর্তক ছিলেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম তামিল সাহিত্যিক হিসাবে বিবেচিত। তাঁর অসংখ্য রচনায় স্থান পেয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় দেশাত্মবোধ জাগানো আগুনের গান।

You might also like!